Etokicho.com ব্যবহার করে আপনি নিম্নোক্ত শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন:
১. বৌদ্ধিক সম্পত্তি:
ওয়েবসাইটে ব্যবহৃত সকল ছবি, লোগো, লেখা, ডিজাইন ও তথ্য Etokicho-এর নিজস্ব সম্পদ। অনুমতি ছাড়া এগুলো কপি, বিতরণ বা পুনঃপ্রকাশ করা যাবে না।
২. মূল্য ও স্টক পরিবর্তন:
পণ্যের দাম, অফার, ডিসকাউন্ট বা স্টক যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়া পরিবর্তিত হতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি সঠিক তথ্য প্রদানে, তবে পরিবর্তনের জন্য Etokicho দায়ী নয়।
৩. অর্ডার কনফার্মেশন:
ফোন, মেসেজ বা অনলাইন মাধ্যমে অর্ডার নিশ্চিত হওয়ার পর অর্ডার বাতিলের ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
৪. প্রতারণা বা ভুয়া অর্ডার:
ফেইক তথ্য প্রদান, ভুয়া অর্ডার বা প্রতারণামূলক কার্যকলাপে গ্রাহকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
৫. ওয়েবসাইটের তথ্য:
আমরা সর্বদা সঠিক ও হালনাগাদ তথ্য প্রদানের চেষ্টা করি।
কিন্তু কোনো ভুল, বিলম্ব, টাইপো বা তথ্যের ত্রুটির জন্য Etokicho দায়ী নয়।
৬. তৃতীয় পক্ষের লিংক:
ওয়েবসাইটে থাকা কোনো তৃতীয় পক্ষের লিংক ব্যবহার করলে তার ঝুঁকি সম্পূর্ণ ব্যবহারকারীর নিজস্ব। Etokicho সেই কনটেন্ট বা সার্ভিসের জন্য দায়ী নয়।
৭. ব্যবহার সীমাবদ্ধতা:
আপনি ওয়েবসাইটটি শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে ব্যবহার করবেন।
কোনো অবৈধ, স্প্যাম, হ্যাকিং বা ক্ষতিকারক কার্যকলাপে এই সাইট ব্যবহার করা যাবে না।
৮. দায়িত্ব সীমাবদ্ধতা:
Etokicho সরবরাহকৃত পণ্য, তথ্য বা সার্ভিসের কারণে সরাসরি বা পরোক্ষ ক্ষতির জন্য দায়ী নয়।
সাইট ব্যবহার করার ফলে যে কোনো ক্ষতি বা সমস্যা হলে তা সম্পূর্ণ ব্যবহারকারীর দায়িত্ব।
৯. নীতিমালা পরিবর্তন:
Etokicho যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়া এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।
পরিবর্তন প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং সাইট ব্যবহার চালিয়ে গেলে আপনি নতুন শর্তাবলীতে সম্মত হন।
১০. যোগাযোগ:
যেকোনো প্রশ্ন বা অভিযোগের জন্য কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন:
???? হেল্পলাইন: +8801882442976